আওয়ামী লীগ আমলের গায়েবি মামলার বিচারিক তদন্ত কমিশন চেয়ে নোটিশ
আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের নিপীড়নের জন্য গায়েবি মামলা দেওয়ার সঙ্গে জড়িত নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ ক্ষতির পরিমাণ নির্ধারণে উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের ডিজি বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার।
গত ২৫ আগস্টের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের দৃষ্টি আকর্ষণ করে পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, শেখ হাসিনা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই পুলিশ, র্যাব ও আইন আদালতকে অপব্যবহার করে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের গায়েবি মামলায় জড়িত করতো, গ্রেফতার, কারাবন্দি, রিমান্ড ও রিমান্ড বাণিজ্যের শিকারে পরিণত করেছে।
জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিকারের জন্য উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এফএইচ/এমএএইচ/