শেখ হাসিনার বিরুদ্ধে আরও চার মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ আগস্ট ২০২৪
শেখ হাসিনা/ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে পৃথক তিনটি ও এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা করা হয়।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত খিলগাঁও থানার দুটি হত্যা মামলা এবং মুগদা থানার একটি হত্যাচেষ্টার মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত আশুলিয়া থানাকে একটি হত্যা মামলার আবেদন এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মুদি দোকানি হত্যা মামলায় হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ আসামি ৩১ জন

রাজধানীর বনশ্রীতে গুলিতে মুদি দোকানি মিজানুর রহমান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন বাবা কামাল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, সাদ্দাম হোসেন ও ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।

শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে আশিকুল হত্যা মামলা

১৪ বছরের কিশোর আশিকুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে আরেকটা হত্যা মামলা করেছেন মা আরিশা আফরোজ। গত ১৯ জুলাই খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আশিক। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে শিক্ষার্থী সজল হত্যা মামলা

আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সজলকে গুলি করে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভাই মিজানুর রহমান। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেখ হাসিনাসহ ৫৯ জনের বিরুদ্ধে আইনজীবীকে হত্যাচেষ্টা মামলা

রাজধানীর মুগদায় আবদুল বাছেদ শামীম নামে এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আবদুল বাছেদ শামীম বাদী হয়ে মামলা করেন। আদালত মুগদা থানা পুলিশকে অভিযোগটি তদন্তপূর্বক এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, মাহাবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, নাজমুল হাসান পাপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, বিপ্লব বড়ুয়া, আবদুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, নায়ক ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, কাজী সালাউদ্দিন, ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, ছাত্রলীগের সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবীর শয়ন ও তানভীর হাসান সৈকত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় গত ১৮ জুলাই আদালতের কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন আবদুল বাছেদ শামীম। মানিকনগর পৌঁছালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর গুলি বর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন আবদুল বাছেদ।

বিজ্ঞাপন

জেএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।