প্রধান বিচারপতির নির্দেশনা

আসামির পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবেন লিগ্যাল এইডের আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৫ আগস্ট ২০২৪

অধস্থান আদালত বা ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবীরা সহায়তা দেবেন।

রোববার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদের সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নিমিত্তে আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক।

আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বিচারপতি নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। নিযুক্তীয় আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও প্রকাশ করা হয়।

এফএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।