জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

আইনজীবী সৈয়দ মামুন ও ব্যারিস্টার আশরাফ বিএনপির কেউ না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৩ আগস্ট ২০২৪

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম আশরাফ আগে কখনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। এখনো নেই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুজন আইনজীবী কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, এখনো নেই। তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রত্যক্ষ-পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তাদের বিতর্কিত কোনো কর্মকাণ্ডের দায়ভার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওপর বর্তায় না।

এ বিষয়ে সাধারণ আইনজীবীদের বিভ্রান্তি না হওয়ার জন্য আহ্বানও জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এফএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।