আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চিফ প্রসিকিউটরসহ ১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২১ আগস্ট ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল/ফাইল ছবি

শেখ হাসিনার পদত্যাগের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে ১৩ জন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্র দাখিলের তারিখ হতে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গত ১৮ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ের ১৩ জন প্রসিকিউটর পদত্যাগপত্র দাখিল করেছেন। তারা হলেন- চিফ প্রসিকিউটর (দায়িত্বরত) সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর রেজাউর রহমান, রানা দাশগুপ্ত, মো. মোখলেসুর রহমান বাদল, আলতাফ উদ্দিন আহমেদ, মো. সুলতান মাহমুদ, মো. সাহিদুর রহমান, আবুল কালাম, তাপস কান্তি বল, রেজিয়া সুলতানা বেগম, শেখ মুশফেক কবীর, মো. জাহিদ ইমাম ও সাবিনা ইয়াসমিন খান।

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) বিচারকাজ চলছে।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।