বার কাউন্সিলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৩ আগস্ট ২০২৪

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সদস্য এবং বার কাউন্সিলের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা। দুর্নীতিবাজ এসব কর্মকর্তার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) বার কাউন্সিলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ আইনজীবী সমাজের নেতারা।

এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী নেতা মোহাম্মদ আলী, মাহবুবর রহমান খান, শহীদুল ইসলাম সপু, সালমা সুলতারা সোমা, মু. কাইয়ুম প্রমুখ।

এফএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।