আশা নতুন অ্যাটর্নি জেনারেলের

ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৯ আগস্ট ২০২৪
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান/ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলেও আশা করেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন। এসময় তিনি আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

অ্যাটর্নি জেনারেল দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতিনির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।