এক দফার সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৪

এক দফা দাবির সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও অন্যান্য আইনজীবীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে থেকে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।

এসময় মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে মাজার গেট দিয়ে বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন আবার সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

এক দফার সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সংবিধান সংরক্ষণ কমিটির সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও শাহ আহমেদ বাদল প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা আইনজীবীরা একটু পরই বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যাবো। সেখানে এক দফা কর্মসূচির সমর্থনে অবস্থান করবো।’

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।