‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৪
শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকার নিম্ন আদালতের আইনজীবীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডাকা কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকার নিম্ন আদালতের আইনজীবীরা। আইনজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার নিম্ন আদালতে এ বিক্ষোভ করেন আইনজীবীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনপি ও জামায়াতপন্থি অর্ধশতাধিক আইনজীবী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান। এ সময় তারা সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে কোর্ট হাউজ স্ট্রিট হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে থেকে পুনরায় ঢাকা আইনজীবী সমিতিতে গিয়ে শেষ হয়।

জেএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।