প্রধান বিচারপতি

দুইশ টাকার বিনিময়েও রোহিঙ্গারা মার্ডারে লিপ্ত হয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৯ জুলাই ২০২৪
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

দুইশ টাকার বিনিময়ে রোহিঙ্গারা মার্ডারে লিপ্ত হয়, এর পেছনে কী পরিমাণ দুর্নীতির ইতিহাস হিসাব করলে পাবেন, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়েছে, রাজনৈতিক কারণেও দিতে হয়েছে।

সোমবার (৮ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য’ আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ, বরিশাল ও রংপুরের মতো বড় বড় জেলায় বছরে সাড়ে তিন থেকে চারশ হত্যা মামলা হয়। কক্সবাজারেও এমনই ছিল। বর্তমানে কক্সবাজারে প্রতি বছর ১৩০০ থেকে সাড়ে ১৩০০ হত্যা মামলা হয়।

এফএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।