এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ জুলাই ২০২৪
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম

আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আপিল বিভাগের বেঞ্চে এজলাস চলাকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

২০২২ সালের ৮ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি হন জাহাঙ্গীর হোসেন সেলিম। এক যুগ ধরে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর ওইদিন বিকেলেই তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আরও পড়ুন

বিচারপতি জাহাঙ্গীর হোসেন হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার (কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখা) মামলা, ব্লগার রাজীব হত্যা মামলা, খুলনার রাকিব ও সিলেটের রাজন হত্যা মামলা এবং কনডেম প্রিজনার ঐশীসহ বহু গুরুত্বপূর্ণ মামলার ডেথ রেফারেন্সের রায় প্রদান করেন।

এফএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।