চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ

দোষীদের শাস্তি দাবি ধর্ষণ আইন সংস্কার জোটের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০২ জুলাই ২০২৪
চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন যুবক

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে ধর্ষণ আইন সংস্কার জোট। এ অভিযোগের সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে তারা।

ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষে সোমবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভুক্তভোগী ওই তরুণীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের গার্ডকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এফএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।