মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত বিমানভাড়া: দোষীদের শনাক্তে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৪ জুন ২০২৪

বিমানের টিকিটের অজুহাতে ৩০ হাজার মালয়েশিয়াগামীর কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি তদন্ত করে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

আরও পড়ুন.

রিটে জড়িত ও দায়ীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। আইনজীবী তানভীর আহমেদ রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এফএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।