জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী

দুস্থদের মাঝে খাবার বিতরণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ৩১ মে ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) হাইকোর্ট মাজার গেটের সামনে তারা এ খাবার বিতরণ করেন। এসময় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট ইউনিটের ব্যানারে মাজার গেটের সামনে অবস্থান নেয়। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

দুস্থদের মাঝে খাবার বিতরণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র সহ-সভাপতি আবেদ রাজাসহ অর্ধশতাধিক আইনজীবী।

কিছুক্ষণ পর টিএইচ খান প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মির্জা আল মাহমুদ, কাজী জয়নাল আবেদীন, আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী একইস্থানে অবস্থান নেয়। এ সময় তারা মাইকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশ দুই পক্ষকেই বার বার শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানান।

এফএইচ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।