কিশোর গ্যাং নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ মে ২০২৪
ফাইল ছবি

অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কিশোর গ্যাং বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২১ মে) এক হত্যা মামলায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানিতে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, সমাজে অপরাধের ধরন পাল্টেছে। এখন আগের সেই সামাজিক অবস্থা নেই। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন (ক্রাইম কন্ট্রোল ম্যাকানিজম ডেভেলপ) করতে হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে পত্রিকায় খবর হয়েছে। এক্ষেত্রে শিশু বললেই হবে না, এরাই পরে অপরাধে জড়ায়।

এফএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।