রংপুরে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ৩০ এপ্রিল ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এ বিষয়ে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ২০২১ সালে রংপুরের লেবার কোর্টে এ মামলা দায়ের করা হয়। রংপুরের গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা এ মামলা করেন। তিনি শ্রমিক নয় বলে আমরা হাইকোর্টে রিট করি। আমরা আদালতে বলেছি, দাবি সংক্রান্ত মামলা চলবে সিভিল হিসেবে। তিনি লেবার নন, তিনি গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার। আদালত শুনানি শেষে রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন।

এর আগে রংপুরে শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

২০২১ সালের ২০ ডিসেম্বর এ মামলাটি করেন রংপুরের গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা। মামলার অন্য বিবাদীরা হলেন-গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহ জাহান।

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।