শফিক রেহমানের পর মাহমুদুর রহমানের রিমান্ড আবেদন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

প্রধানন্ত্রীর পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার একই মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ফজলুর রহমান।

ঢাকার সিএমএম আদালত আগামী ২৫ এপ্রিল মাহমুদুর রহমানের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ জানায়, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত। এই তথ্য শফিক রেহমানের কাছে থেকে পাওয়া গেছে।

এসএইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।