আইনজীবী মামুন

ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৮ মার্চ ২০২৪
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস/ ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই ভাষাটা আসলেই দুঃখজনক। যেখানে ড. ইউনূস একজন মহাসমুদ্র, সেখানে তিনি কেন পুকুর চুরি করবেন!’

বৃহস্পতিবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে ব্রিফিংয়ে ড. ইউনূসের আইনজীবী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেখানে ড. ইউনূস নোবেলসহ বড় বড় পুরস্কার পেয়েছেন, সেখানে ইউনেসকোর একটা পুরস্কার পাওয়ার জন্য জালিয়াতি করার কোনো প্রশ্ন আসতে পারে? যেখানে ড. ইউনূস একজন মহাসমুদ্র, সেখানে তিনি কেন পুকুর চুরি করবেন! এরকম প্রশ্ন কেন আসবে। যার অবস্থান মহাসমুদ্র।’

ব্যারিস্টার মামুন আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তাকে সম্মাননা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা উদগ্রীব থাকে। ড. ইউনূস যে বাকু সম্মেলনে গিয়েছেন সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সোশ্যাল বিজনেস নিয়ে পৃথিবীর সবাই এখন তার বক্তব্য শুনতে চায়। গ্রামীণ ব্যাংকের নামে আজ পৃথিবীতে শত শত ব্যাংক হয়েছে।’

এফএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।