গ্রাহকের সঙ্গে প্রতারণা, কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ মার্চ ২০২৪

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ এনে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের সিইও মো. রিপন মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্ল্যাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরবাইক অর্ডার করেন। ওইদিনই মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে বাইক প্রদানের কথা থাকলেও দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানটি অর্ডারকৃত বাইক প্রদান করতে পারেনি।

তাই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডারকৃত বাইক অথবা ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

জেএ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।