যুথীকে সম্পাদক ঘোষণা করতে বাধ্য করা হয়েছে: নির্বাচন কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ মার্চ ২০২৪
অ্যাডভোকেট আবুল খায়ের, ফাইল ছবি

চাপ প্রয়োগ করে নাহিদ সুলতানা যুথীকে সম্পাদক পদে জয়ী ঘোষণা করতে বাধ্য করা হয়েছে বলে লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

শনিবার (৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাডে অ্যাডভোকেট আবুল খায়ের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২৪-২০২৫) সম্পাদক পদে ফলাফল বিষয়ে বিভিন্ন মিডিয়ায় আমার নামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণরূপে আইনগত ভিত্তিহীন। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার পূর্বেই দুঃখজনকভাবে বহিরাগত মাস্তানশ্রেণি আমার ওপর চাপ প্রয়োগ করে লিখিত দিতে বাধ্য করে। যদিও ইহা অর্থহীন ঘোষণা, তবুও তর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে তা ইগনোর করতে অনুরোধ করা হলো। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এর আগে দুদিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা নিয়ে কথা কাটাকাটি, উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার দুপুরেও ভোট গণনা শুরু হয়নি।

এদিকে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আসামি করা হয়েছে। এছাড়া বিশজন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

এফএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।