শবে বরাত নিয়ে বক্তব্য: আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ০৩ মার্চ ২০২৪

পবিত্র শবে বরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পবিত্র শবে বরাত নিয়ে শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ধরনের বক্তব্য দেওয়ায় আদালতে এ মামলা দায়ের করা হয়।

জেএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।