বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শুরু ২৬ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারী) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিজ্ঞাপন

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিত অ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষায় গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ২৫৩৯ জন উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তাদের জন্য এ বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার বিস্তারিত শিডিউল এবং করণীয় বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।