ন্যাশনাল মেডিকেল কলেজ
সাঈদ খোকনকে গভর্নিংবডির সভাপতি নিয়োগ কেন অবৈধ নয়
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকনকে ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিংবডির সভাপতি নিয়োগ কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিংবডির সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে শিক্ষা সচিব, ঢাবি ভিসি, কলেজ পরিদর্শক সাঈদ খোকন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষকে বিবাদী করা হয়।
আইনজীবী জানান, হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্ত আছে কোনো সংসদ সদস্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারবেন না। কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে সংসদ সদস্য সাঈদ খোকনকে কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
এফএইচ/জেএইচ/এমএস