অ্যাটর্নি জেনারেল
একাদশ থাকতে দ্বাদশ পার্লামেন্ট অসাংবিধানিক, এটি ভ্রান্ত ধারণা
একাদশ জাতীয় সংসদ বহাল থাকার পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এমপিদের শপথ অসাংবিধানিক বলাটা ভ্রান্ত ধারণা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, সংবিধানের বিষয়টি ওনারা হয়তো সঠিকভাবে দেখেননি। ওনারা শপথ নিয়েছেন আইনে বাধ্যবাধকতা থাকার কারণে। বর্তমান পার্লামেন্ট বহাল থাকার কারণে ওনারা সংসদ অধিবেশনে যোগদান করতে পারবেন না। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ৯০ দিন অতিবাহিত হওয়ার পর ওনারা পার্লামেন্ট অধিবেশনে যোগদান করতে পারবেন।
তিনি জানান, সংবিধানের পরবর্তী ৯০ দিন চলছে এখন।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন সম্প্রতি একাদশ জাতীয় সংসদ বহাল থাকার পরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক বলে মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
এফএইচ/এসএনআর/জেআইএম