দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির তিন নেতাকর্মীর কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

দ্রুত বিচার আইনে রাজধানীর ভাষানটেক থানার করা মামলায় বিএনপির তিন নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সব আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৩ সালের অক্টোবরে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভাংচুর করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে।

জেএ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।