রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে সারওয়ার্দী
বাইডেনের ভুয়া উপদেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন গত ১ নভেম্বর তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।
জেএ/এমআইএইচএস/জিকেএস