ইশরাকের ছোট ভাই ইশফাকসহ ৬ জন রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

রোববার (২৯ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা ৫৫(১০)২৩ দায়ের করা হয়।

এরপর রোববার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া অপর আসামিদেরও বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।

জেএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।