হরতালের সমর্থনে নিম্ন আদালত এলাকায় আইনজীবীদের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় মিছিল সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার নেতৃত্বে এ মিছিল বের হয়।

মিছিলটি দুপুর সাড়ে ১২টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে আসলে পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়। এসময় বেশ কিছুক্ষণ তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর রোববার হরতালের ডাক দেয় বিএনপি।

জেএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।