ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও কারাবন্দি নেতাদের অন্তর্ভুক্ত না করায় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগ দাবি করেছে পদবঞ্চিতরা। তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানান তারা।
ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানের সভাপতিত্বে বেশ কয়েকজন পদবঞ্চিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। এসময় তারা কায়সার কামালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
গত ২১ সেপ্টেম্বর সাবেক অ্যাটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলীকে সভাপতি, ব্যারিস্টার কায়সার কামালকে মহাসচিব করে ১১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জেএ/এমএএইচ/জিকেএস