তক্ষকসহ আটক ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকা থেকে দুটি জীবিত তক্ষকসহ আটক ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামির নাম নিউটন চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী এ আদেশ দেন।

বুধবার সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় পুলিশ নিউটনকে সন্দেহ করে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। নিউটন পুলিশকে জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। আসামির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়।

জেএ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।