আফতাবনগর হাট বন্ধের আর্জি
দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনা চেয়ে রিট
রাজধানীসহ দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের পশুর (গরু ছাগল বিক্রির) হাট বসানো যাবে না মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়।
পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
আরও পড়ুন>> আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারা স্থগিত
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রিটের বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেন।
এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, এর আগে চলতি বছরের মে মাসে কোরবানির ঈদের আগে একটি রিট আবেদন করেছিলাম। তখন আদালত রুল ও বাজারের দরপত্রের কার্যক্রম স্থগিত করেছিলেন। এরপর আপিল বিভাগ ওই রিটের আদেশ স্থগিত করেন। তখন রিটটি অকার্যকার হয়ে গেছে। তাই নতুন করে রিট আবেদন করেছি। রিটে রুল জারির আর্জি ও দেশের সব পশুর হাটের হাসিল গ্রহণ বন্ধের আর্জি জানানো হয়েছে।
এর আগে ঈদুল আজহার সময় রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে ইজারার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশের মেয়াদ আরও বাড়িয়েছিলেন হাইকোর্ট।
আরও পড়ুন>> আফতাবনগরে গরুর হাটের ইজারা স্থগিতের মেয়াদ বাড়লো
রিটকারী আইনজীবী বলেন, এক রিটের পরিপ্রেক্ষিতে এর আগে গত ২২ মে গরুর হাট বসানোর বিষয়ে ইজারার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। তারপর সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়, আর পর্যায়ক্রমে আদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।
এরপর গত ৩১ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালতে শুনানি হয়। সর্বশেষ গত ১৪ জুন হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এফএইচ/ইএ/এএসএম