বিচারাঙ্গনকে রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত রাখার আহ্বান বিএনএলএমের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৩ আগস্ট ২০২৩

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে আদালত অঙ্গনকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন (বিএনএলএম)।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী সরোয়ার হোসেন, সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক মো. আবুল কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান, কামাল হোসেন ও সদস্য সচিব এস এম জুলফিকার আলী ঝুনু প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর দলীয় আনুগত্য বর্জন করতে পারলেই শুধু ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে। বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উভয়পক্ষের সমান দায়িত্ব। আদালত অঙ্গনকে পেশার উপযোগী পরিবেশ বজায় রাখার দায়িত্ব প্রত্যেক আইনজীবীর। আমরা উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সুরাহার পক্ষে।

এতে আরও বলা হয়, গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শতাধিক আইনজীবীর উপস্থিতিতে এবিএম ওয়ালিউর রহমান খানকে আহ্বায়ক এবং এবিএম রফিকুল হক তালুকদারকে সদস্য সচিব করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন’ নামে একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং মো. আবুল কাশেমকে আহ্বায়ক ও এস.এম. জুলফিকার আলী ঝুনুকে সদস্যসচিব করে সংগঠনটির সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করা হয়।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।