‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সোমবার (২১ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বিচার বিভাগকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, আজ যা দেখছি তাতে বিচার বিভাগ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কোনোভাবে কাম্য হতে পারে না। বিচারকরা যদি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তা হলে আইনের শাসন বলতে কিছু থাকে না। বিচার বিভাগ ও প্রশাসন একত্র হলে আইনের শাসন থাকবে না। দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে তারা যদি বিচার করেন, সে বিচার হবে না। তা বিচারের নামে অবিচার হবে।

আরও পড়ুন: ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলায় উচ্চ আদালতের দুই বিচারপতির পদত্যাগ দাবি

সভায় ইউএলএফের কো-কনভেনার সুব্রত চৌধুরী বলেন, আতীতে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদদের শিক্ষা দিয়েছি। বিচারপতি হোন বা আইনজীবী হোন, অন্যায় করে কেউ পার পাবেন না।

আইনজীবী সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

এফএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।