এক বছরে বাংলাদেশে ৮৮ আইনজীবী হেনস্তার শিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ এএম, ১১ আগস্ট ২০২৩

বাংলাদেশে গত এক বছরে ৮৮ জন আইনজীবী বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন। যাদের মধ্যে ৮২ জন পুরুষ এবং ছয়জন নারী আইনজীবী। এরমধ্যে আবার সবচেয়ে বেশি হেনস্তার শিকার হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ তথ্য প্রকাশ করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (১০ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে যেসব সহিংসতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার চিত্র তুলে ধরা হয়।

আরও পড়ুন: ৪০ বছরের বেশি বয়সীরা আইনজীবী হতে পারবেন না

প্রতিবেদনটিতে আইনজীবীদের ওপর হামলা, খুন, ধর্ষণ, অপহরণ, গ্রেফতার, হুমকি, ভয় দেখানো, হত্যাচেষ্টা এবং বিচারিক হয়রানির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেএমবিএফের প্রতিবেদনে থেকে জানা গেছে, বাংলাদেশে ২০২২ সালে মোট ৫০টি পৃথক ঘটনায় ৮৮ জন আইনজীবী সহিংসতার শিকার হয়েছেন। যাদের মধ্যে ৮২ জন পুরুষ এবং ছয়জন নারী আইনজীবী।

হেনস্তার শিকার আইনজীবীর মধ্যে ৯ জন বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আর ছয়জন সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া অন্য আইনজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রকাশ্যে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বার সম্পাদকের কক্ষ ভাঙচুর, আওয়ামীপন্থি ৪ আইনজীবী আহত

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে বাংলাদেশে তিনজন আইনজীবী খুন, ১৬ জনের ওপর শারীরিক হামলা এবং চারজন আইনজীবী হত্যা চেষ্টার শিকার হয়েছেন। এছাড়া ১৫ আইনজীবীকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়। একজন আইনজীবীকে জোরপূর্বক অপহরণ করে চাঁদার দাবিতে নগ্ন ছবি তুলতে বাধ্য করা হয়েছে।

অন্যদিকে বিভিন্ন অভিযোগে চার আইনজীবীকে তাদের সমিতি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অন্য একজন আইনজীবী বিচারিক হয়রানির সম্মুখীন হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া একজন আইনজীবী তার সিনিয়র আইনজীবী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার প্রধান অন্তরায়

সহিংসতার বাইরেও আইনজীবীদের বানোয়াট ফৌজদারি মামলায় জাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ২০২২ সালে এ ধরনের ২৩টি মামলায় মোট ৬১ জন আইনজীবীকে জড়ানো হয়েছে। যার মধ্যে পাঁচ আইনজীবীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জড়ানো হয়।

প্রতিবেদনে ঢাকা বিভাগে ২১টি, রাজশাহী বিভাগে ১২টি, চট্টগ্রামে ৯টি, সিলেটে ৩টি, খুলনায় ২টি এবং ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগে একটি করে ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম আইনজীবীরা যাতে করে নির্ভিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এফএইচ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।