বিএনপির সমাবেশে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১২ জুলাই ২০২৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এসময় তারা সরকারবিরোধী নানান স্লোগান দিতে থাকেন।

বুধবার (১২ জুলাই) দুপর ২টার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি আইনজীবীদের নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, আইনজীবী শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. আক্তারুজ্জামান, মো. শহিদুল ইসলাম সপু, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট কে আর খান পাঠান, আব্দুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান সুজা, মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মু. কাইয়ুম প্রমুখ।

এর আগে পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে ২৩ শর্তে বুধবার (১২ জুলাই) বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।

বিএনপির সমাবেশে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

এ সমাবেশ সফল করতে মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট বার সংবিধান সংরক্ষণ কমিটি ও অ্যাডহক কমিটির সদস্যরা।

এ লক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনের চত্বর থেকে স্লোগান শুরু করে বারের দ্বিতীয়তলা ঘুরে নিচে এসে মিছিল শেষ করা হয়। এসময় কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন। বিক্ষোভে আইনজীবীরা হাসিনা সরকারের পদত্যাগসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নয়াপল্টনে বুধবার (১২ জুলাই) বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। তবে এতে ২৩ শর্ত জুড়ে দেওয়া হয়। ডিএমপি কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফার সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

বিএনপির সমাবেশে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচারণা মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল করে সরকার দলীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।