জামিন দিয়ে বাতিল
হাইকোর্টে ক্ষমা চাইলেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
একটি মামলায় সকালে জামিন দিয়ে বিকেলে বাতিলের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক ফারহানা সুলতানা। তিনি ক্ষমা চাওয়ায় উচ্চ আদালত তাকে ক্ষমা করে ফৌজদারি মামলা পরিচালনায় কিছু গাইডলাইন দিয়েছেন।
এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে ক্ষমা করে দেন।
সংশ্লিষ্ট আইনজীবী মো. অজি উল্যাহ আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, জামিন সংক্রান্ত বিষয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক ফারহানা সুলতানাকে তলব করেছিলেন হাইকোর্ট। তলবের পরিপ্রেক্ষিতে তিনি উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থণা করেন। তারই আলোকে তাকে অব্যাহতি দেন আদালত।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, একটি গুরুতর আঘাতের অভিযোগের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন সোহাগ মিয়াসহ ১০ জন আসামি। পরে তাদের জামিন আদেশের কপি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। একই সঙ্গে নিয়মিত জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে গত ১২ জুন সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাদের সবাইকে জামিন দেন। তবে বিকেলে আবার সেই জামিন বাতিল করেন তিনি।
এ ঘটনা হাইকোর্টের নজরে আনেন আসামিপক্ষের আইনজীবী মো. অজি উল্যাহ। শুনানি শেষে সম্প্রতি ফারহানা সুলতানাকে তলব করা হয়।
এফএইচ/ইএ/জেআইএম