টুকুর দুর্নীতি মামলার রায় হতে পারে আজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খালাস চেয়ে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
মঙ্গলবার (৩০ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে রায়ের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে দুর্নীতির মামলায় খালাস চেয়ে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিলের রায় ঘোষণার জন্য গত ১৭ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রায়ের জন্য দিন ঠিক করা ছিল। কিন্তু নির্ধারিত দিনে আসামি পক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের বিষয়ে আজ (৩০ মে) ধার্য করেন আদালত।
আরও পড়ুন: টুকুর বক্তব্যকে ‘অশালীন’ বললো জামায়াত
এর আগে পুনঃশুনানি শেষে গত ২৮ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ রায় ঘোষণার জন্য ১৭ মে দিন ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় মামলায় রায় ঘোষণার জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আসে।
মামলার বিবরণে জানা গেছে, ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চ মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।
আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। পরে ওই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
এফএইচ/এমএইচআর/জেআইএম