ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা

ইভ্যালির রাসেলের জামিন বিষয়ে আদেশ সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৪ মে ২০২৩
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার (১৫ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ খান ও ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন।

ই-কমার্সের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেফতার হন। ওইদিন বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে অবশ্য এ মামলায় শামীমা নাসরিন জামিনে মুক্তি পান।

একই বছরের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। মামলায় রাসেল-নাসরিন দম্পতিসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালিতে অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও পরবর্তী সাত মাসেও তিনি পণ্য হাতে পাননি।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় চলতি বছরের ২ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করে আদেশ দেন।

এফএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।