আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৯ মে ২০২৩
হাইকোর্টের সামনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। মঙ্গলবার (৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই বিক্ষোভ হয়। দুপুর ১টা থেকে বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। তারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে সরকারী দল আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও দেন পাল্টা স্লোগান। তারা ‘ব্যালট পেপার চোর’ বলে স্লোগান দেন। সরকার সমর্থক আইনজীবীরা সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আর বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবন ও হাইকোর্টের সামনে করেন বিক্ষোভ মিছিল।

jagonews24

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

আরও পড়ুন: বিএনপির হামলায় আওয়ামী লীগপন্থি আইনজীবী গুরুতর আহত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভে অংশ নেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, মো. আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, মো. কামাল হোসেন, কামরুজ্জামান মামুন, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসান, মো. জহিরুল ইসলাম সুমন, মাহফুজুর রহমান মিলন, কেআর খান পাঠান, মো. শহিদুল ইসলাম সপু, মো. মাকসুদ উল্লাহ, মাসুদ রানা, মু. কাইয়ুমসহ কয়েকশ’ আইনজীবী।

বিক্ষোভ শেষে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশ ছাড়িয়ে এখন যুক্তরাষ্ট্র ও লন্ডনে পৌঁছে গেছে। সবাই জানে এই সরকার ভোট চোর।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে এই চোর-ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, তারা ভোট ডাকাতি করেছে। ব্যালট পেপার ছাপিয়ে তিন থেকে চারশ’ পুলিশ ঢুকিয়ে আইনজীবীদের আক্রমণ করেছে। যারা ভোট ডাকাতি করে জনগণ তাদের বিচার করবে।

আরও পড়ুন: বিএনপিপন্থি আইনজীবীদের হামলা-ভাঙচুর

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশে গুম-খুন করছে। একইভাবে সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে।

jagonews24

আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ

অন্যদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে শান্তি সমাবেশ হয়। তারা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যকারী’ ও আদালত প্রাঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, গিয়াস উদ্দিন আহম্মদ, আইনজীবী একেএম তৌহিদুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী মো. মাহমুদুল করিম (রতন), আইনজীবী চৈতালী চক্রবর্তীসহ অন্য আইনজীবীরা।

১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা-মামলা, ভাঙচুর, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। বিএনপিপন্থিরা এ নির্বাচন বর্জন করায় ১৪টি পদের সব কয়টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। এরপর থেকে নতুন নির্বাচনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।

এফএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।