সুপ্রিম কোর্ট খুলেছে, হাইকোর্ট বিভাগের ১০ বেঞ্চ পুনর্গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ৩০ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

রমজান, ঈদুল ফিতর ও সরকারি ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলেছে আজ।

রোববার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। আর সাড়ে ১০টায় শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ।

আরও পড়ুন: ৯ বছরে আইনি সহায়তা পেয়েছেন ২৬ হাজার বিচারপ্রার্থী

গত বুধবার (২৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের ১০টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ৯ এপ্রিল থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভের নির্মাণকাজ শেষ দিকে

তবে এ সময়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ ও আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার আদালত বিচার কাজ পরিচালনা করেছেন।

এফএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।