পরিচালকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রিয়াজের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস্ কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৩ জুন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: রিয়াজের সেরা ১০ চলচ্চিত্র

মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের স্টেনোগ্রাফার মামুন শিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (১৬ এপ্রিল) আদালতে রিয়াজ বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জেএ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।