প্রধান বিচারপতি

টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার প্রধান অন্তরায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৯ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ভালো আইনজীবী হতে হলে পড়াশোনার বিকল্প কোনো পথ নেই বলেও জানিয়েছেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আইন পেশায় যারা আসছেন তাদের অনেকের শুধু টাকা আয় করার লক্ষ্য থাকে। তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, কীভাবে কত সহজে কত বেশি টাকা আয় করা যায়, বাড়ি-গাড়ি করা যায়। এটা একজন ভালো আইনজীবী হওয়ার প্রধান অন্তরায়।

শনিবার (৮ এপ্রিল) ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি ‘ল ক্লিনিকের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আইন পেশার যাবতীয় খুঁটিনাটি হাতে-কলমে শেখানোর জন্য বিশ্ববিদ্যালয় এ ‘ল ক্লিনিক’ চালু করে।

আইন বিষয়ের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনারা দুটো লক্ষ্য নিয়ে আইন পড়তে এসেছেন। হয় ভালো বিচারক হবেন অথবা ভালো আইনজীবী হবেন। উদ্দেশ্য যদি এ দুটি থাকে, তাহলে কয়েকটি জিনিস মানতে হবে। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রম করতে হয়। সাধনা ছাড়া ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। আর সততাটা মনেপ্রাণে ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের তিনি বলেন, একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। পয়সার পেছনে যত দৌড়াবেন, পয়সা তত দূরে সরে যাবে। এমন একসময় আসবে, পয়সা আপনার পেছনে দৌড়াবে। আমি প্রধান বিচারপতি হিসেবে মনে করি, একজন ভালো আইনজীবীর সম্মান একজন বিচারপতির চেয়ে কোনো অংশে কম নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে আরও বক্তব্য দেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান ও আইন বিভাগের উপদেষ্টা মুহাম্মদ একরামুল হক।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।