ভোট দিতে না পেরে ফল স্থগিত চেয়ে সভাপতি প্রার্থী আকন্দের রিট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন বার অ্যাসোশিয়েশনের নির্বাচনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। বৃহস্পতিবার (১৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি। এ পর্যন্ত ১২ বার সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হোন তিনি।
রিটে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের বর্তমান কমিটির সম্পাদক, বর্তমান কমিটির সভাপতি ও চলমান নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) প্যানেলের সভাপতি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক (গত ১৩ মার্চ পদত্যাগ করেন) সিনিয়র অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরীকে বিবাদী করা হয়েছে।
একইসঙ্গে রিটে নির্বাচন পরিচালনার জন্য একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের আর্জি জানানো হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, সভাপতি পদের প্রার্থী হওয়ার পরেও ভোট দিতে না পেরে এই রিট করেছি।
রিট আবেদনে নির্বাচন স্থগিতের পাশাপাশি রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দকে বারের সভাপতি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত ২০২৩-২৪ সালের নির্বাচনের ফলাফলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। তিনি জানান, আমি পর পর ১২ বার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম। ২০১২ সালে হাইকোর্টে এ-সংক্রান্ত একটি রুল জারি রয়েছে বলেও জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। রিটের নির্দেশনায় এখন আমাকে বার অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে। কারণ, বারের বিধানে রয়েছে প্যানেল ছাড়া ভোট অনুষ্ঠিত হবে। এখানে সাদা ও নীল প্যানেল করা হয়েছে।
আপনি নির্বাচনে ভোট দিতে পেরেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। কয়েকবার ভোট কেন্দ্রের ভেতরে যাওয়ার পরে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের ভেতরে শুধু সাদা প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থী যাওয়া আশা করেন। আমি ঢুকতে চাইলে নিষেধ করা হয়।
এফএইচ/জেএইচ/জেআইএম