সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভাঙচুর: আইনজীবী রিগ্যান রিমান্ডে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে একজন আইনজীবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রিগ্যানকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন>> হট্টগোল-হাতাহাতি, দুই ঘণ্টা দেরিতে শুরু হয়ে প্রথম দিনের ভোট শেষ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থি প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নামোল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়। এর আগে ১৫ মার্চ রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে এ মামলা করেন।
আরও পড়ুন>> ব্যালট চুরির অভিযোগে শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা
জেএ/এমএএইচ/জিকেএস