ঢাকায় ৫ বাড়ি-বিপুল সম্পদ
নুরুল ইসলামের তিন ব্যাংক হিসাব জব্দের আদেশ
ঢাকায় পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের মালিক নুরুল ইসলামের তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান তিনটি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় তার ও প্রতিষ্ঠানের নামে খোলা তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।
মাদক ও জাল টাকাসহ ঢাকার আদাবর এলাকা থেকে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নুরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাব তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয়। দীর্ঘ ১৫ মাস অনুসন্ধান করে সিআইডি ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তার পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরুল ইসলামের ২০০৯ সালে কোনো স্থাবর সম্পত্তি ছিল না। অস্থাবর সম্পত্তি বলতে ছিল সাড় আট লাখ টাকা। ১১ বছর পর তার আয়কর বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে ৯ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৬৩১ টাকা দেখানো হয়েছে। আর ২০২১ সালে তার স্ত্রী রাজিয়া সুলতানার সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৫১ টাকা।
জেএ/এমকেআর/এএসএম