বিয়েবাড়িতে চাঁদাবাজি: তৃতীয় লিঙ্গের চারজন কারাগারে
রাজধানীতে একটি বিয়েবাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তৃতীয় লিঙ্গের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু আক্তার (৩২), ঈশানী (২৫) ও সুমি আক্তার (২২)।
এর আগে বুধবার (১৮ জানুয়ারি) এই চারজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের আইনজীবী তাদের জামিন আবেদন করেন।
আরও পড়ুন: ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গ শনাক্তের সুপারিশ
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা উর্মিলা বেগমের বাড়িতে যান তৃতীয় লিঙ্গের চারজন। তখন ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় তারা উর্মিলার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। উর্মিলা বেগম চাঁদা দিতে রাজি না হলেও, চাপাচাপিতে দেড় হাজার টাকা দেন। এতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ২০ হাজার টাকার দাবিতে চিৎকার করতে থাকেন।
আরও পড়ুন: ইসলামে তৃতীয় লিঙ্গের অধিকার
একপর্যায়ে আতঙ্কিত হয়ে উর্মিলা ও তার পরিবারের সদস্যরা বাসার দরজার ছিটকিনি লাগিয়ে ভেতরে অবস্থান নেন। তখন আসামিরা দরজা ধাক্কাধাক্কি ও লাথি মারতে থাকেন। তারা বাইরে থেকে হেজবল্ট লাগিয়ে দেন। নিরুপায় হয়ে ঊর্মিলা ঘটনাটি মিরপুর থানায় জানান।
পরে পুলিশ গিয়ে তৃতীয় লিঙ্গের ওই চারজনকে আটক করে উর্মিলার পরিবারকে উদ্ধার করে। একই সঙ্গে চাঁদার দেড় হাজার টাকা জব্দ করা হয়। এরপর এ ঘটনায় মিরপুর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়।
জেএ/জেডএইচ/