৫০০ টাকা করে জরিমানা দিয়ে মুক্ত স্পা সেন্টারের ৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজধানীর গুলশানের ‘অল দা বেস্ট স্পা’ সেন্টার থেকে আটক নয়জনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচদিন তাদের কারাগারে রাখার আদেশ দেওয়া হয়। তবে, তারা জরিমানার টাকা নিয়ে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিএমপি অধ্যাদেশের ৭৪ ধারায় (অসামাজিক কার্যকলাপ) অপরাধ করায় তাদের ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক ফুয়াদ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালত আসামিদের কাছে দোষী না নির্দোষী বলে জানতে চাইলে তারা নিজেদের দোষী দাবি করেন। এরপর বিচারক তাদের ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচদিন কারাগারে রাখার আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন>> গুলশানে ৩ স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেফতার ২৫

এর আগে বুধবার (১১ জানুয়ারি) গুলশান-২ নম্বরের ৪৭ রোডের ২৫ নম্বর আবাসিক ভবনে স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন>> গুলশানে স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেফতার ৯

জেএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।