দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদের বিষয়ে হাইকোর্টে আবেদন করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গণমাধ্যমে আসা দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত সংবাদের বিষয় নিয়ে অন্য একটি রিট আবেদনের সঙ্গে শুনানি করা হবে। সে হিসেবে ওই রিটে সম্পূরক আবেদন করা হতে পারে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাাস।

তিনি জানান, বিদেশে সুইস ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার ও কানাডার বেগম পাড়ায় বাড়ি নির্মাণের খবরের পর এটি একটি আলোচিত ঘটনা। তাই এ বিষয়ে আজকে সম্পূরক আবেদন করার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন>>> অর্থ পাচারে উৎসাহ, আমিরাতের ওপর নিষেধাজ্ঞার দাবি

এর আগে বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। তখন আইনজীবীকে রিট আকারে আসতে বলেছে হাইকোর্ট।

বুধবার (১১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে সংবাদের বিষয়টি নজরে আনার পর আইনজীবীকে এমন কথা বলেন আদালত।

আরও পড়ুন>>> পি কে হালদারের পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব: আইনমন্ত্রী

পরে হাইকোর্ট বলেন, বিষয়টি আবেদন আকারে আনুন। এ সংক্রান্ত আরেকটা রিটের সঙ্গে এটিরও আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন>>> সুইস ব্যাংকে টাকা রাখছেন কোন বাংলাদেশিরা?

মঙ্গলবার (১০ জানুয়ারি) একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।