মীর কাসেম যে বিত্তশালী বিশ্বাস হচ্ছে : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জামায়াত নেতা মীর কাশেম আলী জামায়াতের অর্থদাতা এতদিন শুনছিলাম। এখন তা বিশ্বাস হচ্ছে। কারণ তার টাকা দিয়ে মানবতাবিরোধী বিচার বন্ধ জন্য লবিস্ট নিয়োগ করা হয়েছিল। বুধবার মীর কাসেম আলীর শুনানি শেষে নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, এবার মীর কাসেম আলী তার আপিল শুনানিতে সদ্য অবসরপ্রাপ্ত একজন বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দিয়েছেন। তাতে মীর কাশেম আলী যে বিত্তশালী সেটা প্রমাণ হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে আমি আদালতকে বলেছি কাসেম আলীর নিয়োগ দেয়া ওই বিচারপতি এখনও সরকারি বাসভবনে আছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, নিরাপত্তার জন্য গানম্যান ব্যবহার করছেন,এ অবস্থায় যদি তিনি আদালতে উপস্থিত হন সেক্ষেত্রে সেটা হবে চরম নৈতিকতা বিরোধী।

সে ক্ষেত্রে তার এ মামলায় উপস্থিত না হওয়াই বাঞ্জনীয়। তখন প্রধান বিচারপতি সকল জাজদের উদ্দেশে বলেছেন, যারা জাজেস কমপ্লেক্সে বাস করেন তার এই ভবনের মর্যাদা রক্ষা করে চলবেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী শুনানিতে অংশ নিতে পারেন কি না এপ্রশ্নের জবাবে অ্যার্টনি জেনারেল বলেন, আইনগত ভাবে বাধা নেই তবে এটা নৈতিকতার প্রশ্ন।

অ্যাটনি জেনারেল বলেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যদি সরকারি সকল সুযোগ সুবিধা না নিয়ে শুনানিতে অংশ নেন তাহলে আমাদের কোন কথা থাকবে না।

তিনি বলেন, আমরা এতদিন শুনে এসেছি মীর কাসেম আলীর জামায়াতের অর্থের যোগান দাতা, বিত্তশালী। শুনেছি মীর কাসেম আলী বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন। এখন সে কথা বিশ্বাস যোগ্য মনে হচ্ছে। মীর কাসেম আলী বড় বড় আইনজীবী নিয়োগ করেছেন।

তিনি বলেন, অন্যান্য জামায়াত নেতাদের শুনানির সময় সিনিয়র আইনজীবীরা সাধারণত আধা ঘন্টার বেশি এজলাস কক্ষে বসে থাকতেন না। কিন্তু মীর কাসেমের শুনানিতে সিনিয়র আইনজীবীরা সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন।

প্রসঙ্গত, আপিল শুনানিতে মীর কাসেমের আইনজীবী প্যানেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এস এস শাহজাহান ছাড়াও নতুন যুক্ত হয়েছেন সদ্য অবসরে যাওয়া হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।