এবার প্রধান বিচারপতির পদত্যাগ চান বিচারপতি মানিক


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখার ছয় মাসের মধ্যে এবার তার পদত্যাগ দাবি করেছেন সদ্য অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

অবসরের পর বিচারপতিদের রায় লেখার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে চলমান মতবিরোধের মধ্যেই এমন দাবি জানালেন শামসুদ্দিন চৌধুরী মানিক।   

মানিক বলেছেন, প্রধান বিচারপতি নিজে স্বীকার করেছেন তিনি যুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন। আমি আশা করছি দেশের এবং বিচার বিভাগের মর্যাদা রক্ষায় তিনি পদত্যাগ করবেন। একইসঙ্গে তিনি আরো অভিযোগ করেন, বহুবছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, অবসরের পর বিচারপতিরা রায় লিখতে পারবেন না। প্রধান বিচারপতি  খালেদা জিয়ার মুখপাত্র হিসেবে কাজ করেছেন।    

সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের মাজার গেটের সামনে বটতলায় দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতির বিরুদ্ধে শামসুদ্দিন চৌধুরী আজ আরো যেসব অভিযোগ এনেছেন তার মধ্যে রয়েছে, ‘তিনি (প্রধান বিচারপতি) বলেছেন, সরকার বিচারবিভাগে হস্তক্ষেপ করছে। এসব বলে তিনি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।’

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করেছেন বলেও অভিযোগ তুলে শামসুদ্দিন চৌধুরী আরো বলেন, তার (সাকা চৌধুরী) পরিবারের ইচ্ছা অনুযা্য়ী বেঞ্চ গঠন করে বিচারকার্য পরিচালনা করা হয়েছে।’

এফএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।